Wednesday, November 14, 2018

বিজন বোস

নির্লিপ্ত রাজদণ্ড

-

আধপেটা নয় অভুক্ত

লক্ষ কোটি পথশিশু

অথচ মূর্তি গড়ে আকাশ সমান উচু

কেউ রাম কেউ রহিম

আবার কেউ সর্দারের ।

রাম রহিমের চোখের কোণে অশ্রু

সর্দার ও মুখ লুকোয় লজ্বায় ;

ব্যাপারীর ব্যাপার বাড়ে ।

ঋণভারে জর্জরিত কৃষক

দড়িতে নাহয় বিষের কৌটায়

সঁপে আপন নিয়তি --

কারো নেই ফুরসত

শুনবে বুভুক্ষের করুণ মিনতি ।

দিন দুপুরে হায়েনার উত্পাত--

ভেঙ্গে খান খান ঐক্যের শপথ

শোণিত হয় খরস্রোতা ;

রাজপথ হয় রক্তপথ

পূব আকাশে রক্তকণা ভাসে

নি্র্লীপ্ত রাজদণ্ড ক্রুঢ়তায় হাসে!


কবি পরিচিতিঃ-

----------------------------

কবি বিজন বোসের জন্ম দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম হরিণার চালিতাছড়ি গ্রামে। দীর্ঘদিন সাহিত্য চর্চা এবং সমাজসেবা মূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ। কবির লেখা রাজ্যের বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হয় মূল্যত তিনি মনন স্রোতের একজন নিয়মিত লেখক।

প্রকাশিত কাব্যগ্রন্থ -

১। প্রতিবাদী তীর (স্রোত প্রকাশনা)

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...