Saturday, November 17, 2018

দুলাল চক্রবর্তী

প্রাচীর

সারা দিনের কর্মক্লান্তিতে
শরীর অবসন্ন হয়ে পড়ে
দুদন্ড শান্তি পেতে
এসে বসি তোমার কবরের পাশে।

তুমি ছিলে উজ্জ্বল
ধ্রুব তারার মতো,
দূর থেকে তোমার সৌন্দর্য্য
উপলব্ধি করেছি,
কাছে আসতে পারিনি কোনদিন।

তোমার আর আমার মাঝে
আছে ধর্মের এক কঠিন
বেড়াজাল।
আমি হিন্দু আর তুমি
মুসলমান।

দুঃখ নেই দুঃখ করিনা।
তোমায় দূর থেকে দেখেছি।
মৃত্যুর পর আর
এ প্রাচীর থাকবেনা।
থাকবো শুধু দুজন
তুমি আর আমি।

তোমার কবরের পাশে
দুহাত জায়গা
ওটা দখল করে রাখছি,
হয়তো তোমায় পাবো বলে
পরপারে।

কবি পরিচিতিঃ-
--------------------------
কবি দুলাল চক্রবর্তীর জন্ম পূর্বপাকিস্তানের চট্টগ্রামে। বর্তমানে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের বাসিন্দা। তিনি প্রাবন্ধিক এবং গল্পকারও। ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন শিক্ষকতার শেষে বর্তমানে অবসরে। অবসরে সাহিত্য চর্চা করেন। লেখালেখি করেন। বিভিন্ন সরকারী ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়। শিক্ষক প্রশিক্ষণ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ লেখার জন্য তিনি একটি স্বতন্ত্র পরিচয় লাভ করেছেন।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...