Wednesday, November 14, 2018

নীলিমা দাশগুপ্ত

আষাঢ়ের চিঠি

তীব্র দহনে জ্বলছে প্রকৃতি


মিষ্টি ফলের গন্ধে 


মাতোয়ারা মন।


কালবৈশাখীর ঝাঁপটায়


সব কিছু কেমন তছনচ,


আষাঢ়ের চিঠি উত্তরের


অপেক্ষায় থাকবোনা আমি।


এসো আষাঢ় ঝরে পড়ো


অবিরত নদী হোক গর্ভবতী,


পদ্মপাতার টুপটাপ শব্দ।


কাজলা কালো সুদূর এ দীগন্ত


ঝিরঝির বৃষ্টি ফোঁটায় জলতরঙ্গ,


উঠবে বেলি ঝলমলিয়ে।


ঝর্না হয়ে ঝরে পড়ো বৃষ্টি ভেজা


আম্রকাননে লিচু বাগানে।


স্তব্ধতা গর্জন উচ্ছাস


পড়ুক তোমার পায়ের ছাপ।


 একান্তে  আমি, নিয়ে এসো সাথে করে


মেঘের স্বরলিপি।


কবি পরিচিতিঃ-
----------------------------
কবি নীলিমা দাশগুপ্তের জন্ম ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার কুমারঘাটে। তিনি মূল্যত বাস্তবমুখী লেখক। কিনি রাজ্যের একটি জনপ্রিয় লিটল ম্যাগাজিন সম্পাদনা করেন। বর্তমানে তিনি রাজ্যের সরকারী পেনশনার।
কবির প্রকাশিত কাব্যগ্রন্থ - ১। নিরালায় নির্জনে
২। ইচ্ছে ডানা।
শখ - লেখালেখি করা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...