Friday, November 16, 2018

অমিত রুদ্র পাল

দৃষ্টান্ত

দেখেছি তোমায় দেখেছি
ভোরের কুয়াশায়- সন্ধ্যের আশায়                            একটু করে জ্বলতে তোমায় দেখেছি।
  
শব্দের তরঙ্গে অনুভূতির সঙ্গে
ডুব খেতে তোমায়, দেখেছি
কেয়া পাতায় নাম লিখিয়ে
স্রোতের দিকে ঠেলে দিয়ে 
দূর হতে ভাসতে তোমায় দেখেছি।

ভেজা ভেজা সৃষ্টি গায়ে
ভালোবাসার নূপুর পায়ে
হেঁটে যেতে আমি দেখেছি।
আমি দেখেছি!
নয়নে তোমায় ঠোঁটের মরিচীকায়,
শীতল প্রলেপ মাঝে  লুকিয়ে থাকতে দেখেছি।আমি সত্যি দেখেছি তোমায়!
ভালোবেসে ভালোবাসতে।

কবি পরিচিতঃ-
-------------------------
অমিত রুদ্র পালের জন্ম পশ্চিম ত্রিপুরার আড়ালিয়ায়। অমিতের লেখালেখিতে প্রবেশ মূল্যত মনন স্রোতের প্ল্যাটফর্মেই শুরু। অমিত মনন স্রোতের ফেসবুক পেজের এডমিনের দায়িত্ব পালন করছে বর্তমানে। মহারাজা বীর বিক্রম কলেজ থেকে গ্রেজুয়েশন শেষ করে বর্তমানে এমএ কোর্সে পাঠরত।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...