ব্রাত্যের প্রলাপ
ছিবড়ে পকেটে জীবন রকেটে কাটবে নিঠুর নিশি ,
বিশ্বাস আমার না হয় নিলাম কটূ বিষ এক শিশি।
গ্রহণের পর গ্রহণ লেগেছে পাইনি চাঁদের দেখা ,
আমি উন্মাদ মাতালের বাপ শিখেও হয়নি শেখা।
হয়ত ভাবছো এ কেমন আমি চ্যপ্টা নাকি বাঁকা,
নারী নক্ষত্রের চ্যাপ্টা বৃত্তে আজও উত্তাল তটরেখা।
মনে মনে ভাবি ফেলে যাব সব নিয়ে যাব হিংসা দ্বেষ ,
ওপারের গঙ্গাজলে এপারের অহংকার সবকিছু হয়ে যাবে শেষ।
ঝাপটায় তোতাপাখি উঁচুতে ঈগল তবুও স্বপ্ন বাঁচা ,
ভালোবাসার দরজায় নেংটে ইঁদুর তবুও আষাঢ়ে চাষা।
গুনে গুনে দেখি তিন দুই এক বাড়ছে নাকি কম ,
হিসাবের অঙ্ক মার প্যঁচে ঘুরপাক হাসছে হয়ত যম।
ফেরে না কেউ রেখে যায় সব লাঠি লোটা কম্বল ,
ছিবড়ে চাবিয়ে চেপেছে বহুমূত্র তবুও ছিবরেই শেষ সম্বল।
কবি পরিচিতিঃ-
------------------------
রাজ্যের তরুণ কবিদের অন্যতম মিঠুন দেবনাথ।
পিতা স্বর্গীয় স্বপন কুমার দেবনাথ। দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের গরিফায় জন্ম। পরিবারের সদস্য দুইজন কবি এবং মা। ছোট বেলা কাটিয়ে উঠতে বাবা মারা যান , তারপর থেকেই জীবন সংগ্রামে নেমে পড়েন মিঠুন। তার কাছে মা'ই ভগবান। তিনি দর্শনে এমএ। বর্তমানে বহিঃরাজ্যে শিক্ষক প্রশিক্ষণ কোর্সে পাঠরত। তিনি নাটক লেখা এবং পরিচালনায় অনেক পুরস্কার পেয়েছেন। তার লেখা ধারাবাহিক গল্প 'অনুরাধা' মনন স্রোতের পাঠকমহলে দারুণ সমাদৃত হয়েছে।
No comments:
Post a Comment