Monday, October 11, 2021

সম্পাদকীয়

ঐহিত্য ও স্মৃতি মিশিয়ে আমরা শক্তি আরাধনা করি। জীবনের ঘাত প্রতিঘাতের ভেতর সুখ খুঁজে পাওয়ার অনুপ্রেরণা ও শক্তি আমাদের জরুরী। তুমুল অসময় পৃথিবীর, দেশের। ধারাবাহিক বিপর্যয়ের ভেতর দিয়ে যাচ্ছে আমাদের প্রাণের গ্রহ পৃথিবী। এর ভেতরই স্বাভাবিক জীবন ধরে রাখার অনুশীলন আমাদের সবচাইতে বেশি জরুরী। এবারের শারদীয়া আমাদের জীবনে এই কল্যাণ বয়ে আনুক এই শুভকামনা। 

বাঙালির সবচাইতে বড় আনন্দ উৎসব শারদীয়া। এ আমাদের প্রাণের উৎসব। এই উদ্যেশেই এই উদযাপনেই মনন স্রোতের সৃষ্টিশীল উদ্যোগ উৎসব সংখ্যা। লিখেছেন দেশ ও দেশের বাইরের তরুণ সাহিত্যিকরা। সকলকে কৃতজ্ঞতা ও শারদীয়ার প্রীতি ও নমস্কার। পাঠকমহলে আমি আন্তরিক আমন্ত্রণ জানাই সংখ্যাটি পাঠের জন্য।

হৃদয়পূর্ণ ভালোবাসা দিয়ে উদযাপন করুন এবারের শারদ উৎসব। সকলে ভালো থাকুন। নিরাপদে থাকুন।


শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
সম্পাদক
মনন স্রোত, ত্রিপুরা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...