Sunday, October 10, 2021

রূপালী মান্না

ভাসে


আমার দ্বারে বৃষ্টি যখন
রোমান্সেতে ভরপুর,
তাদের বসত  বন্যায় ভাসে
ছন্নছাড়া, ভাঙচুর।

আমি রাঁধি ডিম খিচুড়ি
স্বাদে গন্ধে আহা !
অসহায়ের আর্তনাদে
কেউ যে করে সেবা।

রাজীব, মিতা, তিতির কাঁদে
স্রোতে ভাসে জামা ,
তাদের মনে প্রশ্ন জাগে
এমন কেন, হয় মা ?

আয়লা যায়, আম্ফান যায় 
গুলাব যায় রোষে,
উপকূলের মানুষগুলোর
জীবন জলে ভাসে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...