ভাসে
আমার দ্বারে বৃষ্টি যখন
রোমান্সেতে ভরপুর,
তাদের বসত বন্যায় ভাসে
ছন্নছাড়া, ভাঙচুর।
আমি রাঁধি ডিম খিচুড়ি
স্বাদে গন্ধে আহা !
অসহায়ের আর্তনাদে
কেউ যে করে সেবা।
রাজীব, মিতা, তিতির কাঁদে
স্রোতে ভাসে জামা ,
তাদের মনে প্রশ্ন জাগে
এমন কেন, হয় মা ?
আয়লা যায়, আম্ফান যায়
গুলাব যায় রোষে,
উপকূলের মানুষগুলোর
জীবন জলে ভাসে।
No comments:
Post a Comment