পছন্দের জিনিস
চোখ জুড়ে আটকে থাকে পছন্দের জিনিস
এই জিনিস আকাশছোঁয়া,
এই জিনিসে বিলাসীতায় ঘেরা।
এতে বাবার পরিশ্রমের ঘাম দ্বিগুণ হবে,
যদি এই জিনিস আমার করতে চাই
পূজোর কোনো সন্ধ্যায়।
এতে মায়ের শখ হারিয়ে যাবে,
জানি বায়না করলে নিশ্চয়ই এই জিনিসটাই আমার হবে।
তবুও সংসারের বেরাজালে
জীবন যখন থাকে সুখের আশায়।
এই বিলাসবহুল জিনিস থাকে না তখন আর পছন্দের তালিকায়।
No comments:
Post a Comment