পেয়ালার আঁশটে গন্ধ
অনেক দূর থেকে ভেসে আসছে
ভেজানো রঙের কালি বাসি হয়ে
ফ্যাঙাসের ঘরবাড়ি....
আমি দেখছি-- আমরা অনেকেই দেখছি
বহুদিন থেকে
কিন্তু---
আজ হঠাৎ মনে পড়লো ওগুলোকে সরিয়ে নিতে
প্রয়োজন নতুন রঙ নতুন তুলির
এখন নতুনভাবে আঁচড় কাটা যাক
ভ্যানগগের সূত্র ধরে জন্ম নিক
নতুন আলোকচিত্র
সদ্য প্রজন্মরা শিখে নিক
রেলের সুবিন্যস্ত পথে ঘুম চোখে
ক্ষুধার্ত রুটি ফেলে রেখে বাঁচার অধিকার
চিত্রিত হোক দুর্বোধ্য সকল ছবি সরিয়ে দিয়ে
পূর্ণিমার প্রোজ্বল স্বচ্ছ সৌম্য বোধ
আকরিক অক্ষরে লিখা হোক
নারীর বৈশ্যাময় শরীরের প্রতিবাদ
নতুন রঙের কালি আর এক জীবন্ত তুলি
এঁকে দিক কৃষকের ঘামঝরা রক্ত-খুনে মাখা
জমিনের সবাক চিত্র
ফসলের বুকে বাঁকা চাঁদের মতো
হাসি ফুটে উঠুক মুখেমুখে।
No comments:
Post a Comment