Sunday, October 10, 2021

প্রসেনজিৎ সাহা

লক্ষ্মীজন্ম 


মন্ডপে মন্ডপে করো কুমারী পূজা।
ঘরে কন‍্যা সন্তানকে করো অবহেলা।
প্রতি ঘরে লক্ষ্মী রূপী বধূ চাও।
আর কন‍্যা সন্তান হলে ভ্রূণে ঘুম পাড়াও।
কুমারী পূজায় কন্যা সন্তানকে করো দেবী রূপে আরাধনা।
আর সন্তান কন‍্যা রূপে জন্ম নিলে তাকে বলো অপয়া।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব নাকি শারদীয়া।
এই সময় ধুমধাম করে নারী জাতির করো আরাধনা।
মাটির দূর্গার প্রতি তিনদিন করো কত আদর।
আর রক্ত মাংসে গড়া দূর্গার করো লজ্জা হরণ।
দূর্গার উগ্র রূপের করো এত প্রশংসা।
আর নারী প্রতিবাদ করলে সে লক্ষ্মীছাড়া।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...