Sunday, October 10, 2021

সম্রাট শীল

রঙ্গিন কাগজ
            
পরিশ্রমের কাছেই তো দরদাম।
হোক না তা যেমন তেমন,
ঘাম ও সময় হিসেব কষে দেয়
তার প্রাপ্য দেনা পাওনার পরিমাণ।
সেকেন্ডর কাঁটা ঘূর্ণনে যেমন,
তৈরি করে ঘন্টার হিসেব,
সেই মতো কিছু হিসেব আবার,
ঘামের একেক ফোঁটায় জমতে থাকে।
শুধু দরকার হয় ঘাম শুকোনোর জন্য,
কিছু রঙ্গিন কাগজ।
আর সেই কাগজ বিলিয়ে,
জীবন সাজায় নিজের মতো করে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...