খিচুড়ি
প্রত্যেক বছরের মত এবছরেও ইঁট ভাঁটা লাগোয়া
দুর্গা পুজোর অষ্টমীর ভোগের তালিকায় আছে
পাঁচ মেশালি খিচুড়ি, চচ্চড়ি।
মা কে ভোগ নিবেদনের পর কমিটির চারজন দাদা
দুই ডেকচি নিয়ে হেটে যাচ্ছে ইঁট ভাঁটার দিকে।
গরম খিচুড়ির ঘ্রাণ...
বাচ্চা থেকে শুরু করে বড়
সবাই আজ ভোগের খিচুড়ি খাবে।
থালা হাতে লাইন করে দাড়িয়েছে ভাঁটার প্রত্যেকটি মানুষ।
এক চিলতে আনন্দ,
জিভে গরম খিচুড়ির স্বাদ...
No comments:
Post a Comment