প্রাণের দোসর
তোমায় নিয়ে পাড়ি জমাবো পরপারে,
ভবলীলার অন্তে, উড়িয়ে মুক্তির ফানুস
বিলীয়ে যাবো ঐ তারাদের ভিড়ে।
মিশে আছো মনের আঁধার গহীনে
একটু একটু ভালোবাসার ছলে আঁকড়ে ধরেছি
তোমার প্রসারিত ঐ আঁচল খানা।
কখন যে মিশে গেছো শিরা উপশিরায়
টেরও পেলাম না, শত কর্মব্যস্ততায়ও
ভালোবেসে চুম্বন কেটেছি ললাটে।
মনের যত সঞ্চিত আর্তি, অভিযোগ
সঁপেছি তোমার অথৈ সাগরে,
অনুভূত চেতনার বানী শান্ত অবয়বে।
নিদারুণ কাটব্যেও ভালোবেসেছি প্রাণখুলে
মধুরতায় বেসামাল,সৌম্যতায় মুগ্ধতা,
রাতের স্তব্ধতায় অনুভূত স্বপ্নপুরের উর্বশী।
হ্যাঁ কবিতা! তুমিই আমার প্রাণের দোসর,
বেঁচে থাকার অভিলাষ তোমায় ঘিরে,
এপার, পরপার কিংবা অন্যকোন পারে।
No comments:
Post a Comment