Sunday, October 10, 2021

উর্মি সাহা

মাম্মি নয় মা


এবার না হয় 
এরা ভুলে যাক আজকের ডিপ্রেশানের বোঝা। 
এবার না হয়
কেটে যাক কোট-সুটে বাবুদের বাবুয়ানা।
এবার না হয়
বেলাশেষে গরিবের পেট ভরুক ইচ্ছে মতো।
এবার না হয় 
পৃথিবীটা রঙিন হোক নিখুঁত ক্যানভাসের মতো।
এবার না হয়
রাজকার্যে রাজা হোক প্রতিদিনের সড়ক শিশু।
এবার না হয়
হেসে উঠুক স্বপ্নে গড়া মায়ের রক্তঅশ্রু।
এবার না হয়
মিলন উল্লাস নিয়ে আসুক ভেদ-বৈচিত্র্য। 
শিউলির গন্ধে বেঁজে উঠুক সন্ধ্যারতি,
উৎসব আমাদের নব অলংকার আর নবরাত্রি।
মুঠোফোনে বাঁধুক ঢাকের সুর আর হৃদযন্ত্র,
ভোরের হেডলাইন চক্ষুদান আর আগমনীর সূর্য।
কাশবন ভেদে নারীশক্তির আদল অভয়া,
এবার আর মাম্মি নয়, আসছেন মা।

                               

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...