নিঃস্বার্থ ভালোবাসা
আমার কাছে কোনো প্রমাণ নেই
তুমি যে আমায় ভালোবাস অথবা
আমি যে তোমাকে ভালোবাসি;
না আছে আমাদের কোনো সেলফি
আর না আছে কোনো উপহার সামগ্রী।
তবে তোমার সাথে প্রথম আলাপ
আর প্রথম দেখার তিথি মনে আছে,
মনে আছে তোমাকে প্রথম ছোঁয়ার স্মৃতি
সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...
No comments:
Post a Comment