Sunday, October 10, 2021

পায়েল সাহা

মায়ের আগমন

 কাশ বনেতে দোলা লাগিলো,
 মা দূর্গা আসছি বলিলো।
শিশিরে শিশিরে শারদ আকাশে,
চারিদিকে আনন্দ ছড়িয়েছে 
শিউলির সুবাসে।
ঢাকে পড়িল কাঠি
পুজো কাটিবে জমজমাটি।
ঢাকের তালে কোমর দোলে,
বাঙালিরা সব তৈরি নৃত্য করিবে বলে।
বাচ্চারা নতুন জামা পড়ে ঠাকুর দেখিতে আত্মহারা।
এই খুশিতে জাতিধর্ম নির্বিশেষে সকলে আনন্দে মাতোয়ারা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...