Sunday, October 10, 2021

কুমার নীলদ্বীপ

বিষ স্বপ্ন

শুধু একটিবার তুমি প্রেমের ভাষায় প্রতিবাদ করে দেখো, 
আমি  বন্দী কয়েদির মতো কেমন তোমার বাধ্য হই। 
হয়তো গর্জে ওঠা সিংহের মতো 
তুমিও ছিঁড়ে দিতে পারো আমার 
মস্তক থেকে পা পর্যন্ত বেড়ে ওঠা শিরা উপশিরা! 
কিন্তু কি হবে তাতে? 
অযাচিত কিছু হয়তো রক্ত বয়ে যাবে, 
হয়তো মৃত্যু হবে একজন প্রেমিকের! 
কিন্তু মনে রেখো-
প্রেমিক মরে গেলে প্রেমও মরে যায়। 
তাই-
ঈশ্বরের দোহাই দিয়ে বলছি,আমাকে প্রেমাঘাত করো! 
যে আঘাত আমাকেও তোমার সমতুল্য করে তুলবে। 
তা-ও জানি সত্যিকারের দুঃখ যার রক্তে 
তাকে মিথ্যে সুখের দুঃখ দিতে নেই, তাতে ঈশ্বর বিমুখ হন। 
                         

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...