Sunday, October 10, 2021

লিটন শব্দকর

নিবিড়ে ১


থাকি না হয় আমি একটু দিশেহারা,
পলকগুলিকে থাকতে দিয়েছি তাই
কলাপাতায় খিচুড়ির ঘ্রাণের দুপুরে।
তুমি এইটুকু দেখে জেনেছো বলেই
সহজবাড়িতে অর্কিডের পরিচর্যায়
তোমার হাতে অস্তরাগে রঙিন নক্সা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...