Sunday, October 10, 2021

গৌতম দাস

রোজ সকালবেলা

হাড় কাঁপানো নির্জন পথে শিশিরাচ্ছন্ন ঘাসে 
ছেঁড়া চাদর গায়ে পেটের দায়ে ফুল তুলতে আসে।
এইরুপ দেখে  সমাজের আবর্জনারা প্রাণ খুলে  হাসে।
হাত বাড়িয়ে দেয় না কেউ সবাই করে ঘেউ ঘেউ।
এই ফুলচোর! দাঁড়া আসছি আসছি বলে দেয় তাড়া।
ফুল হলনা আর বেঁচা মিটবে কি করে পেটের জ্বালা?  এইভাবেই কাটে -
শান্ত অনাথ শিশুর  রোজ সকালবেলা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...