হাড় কাঁপানো নির্জন পথে শিশিরাচ্ছন্ন ঘাসে
ছেঁড়া চাদর গায়ে পেটের দায়ে ফুল তুলতে আসে।
এইরুপ দেখে সমাজের আবর্জনারা প্রাণ খুলে হাসে।
হাত বাড়িয়ে দেয় না কেউ সবাই করে ঘেউ ঘেউ।
এই ফুলচোর! দাঁড়া আসছি আসছি বলে দেয় তাড়া।
ফুল হলনা আর বেঁচা মিটবে কি করে পেটের জ্বালা? এইভাবেই কাটে -
শান্ত অনাথ শিশুর রোজ সকালবেলা।
No comments:
Post a Comment