Sunday, October 10, 2021

মৃণ্ময়ী সরকার

প্রতীক্ষা 
                 
বর্ষার কালো মেঘ সরিয়ে
শরতের রোদ্দুর,
বাঙালির মন কষছে হিসেব
প্রতীক্ষা কতদূর।

সিংহ বাহনা দশভুজা দেবী
মহিষাসুর পদতলে,
সাজো সাজো রব উৎসবমুখর
আসবেন ধরাতলে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...