Sunday, October 10, 2021

দেবব্রত চক্রবর্তী

আসছে বছর আবার হবে

এ শহর উৎসব মুখর
রাত দিন সব আলোকময়
উষ্ণ আঁচে জ্বালিয়ে রাখি
দশো'স্ত্রে দশভুজা স্বর্ণময়।

ঝর্ণা ধারায় বইছে মোহর
'মা' আসবে প্রতিক্ষায়।
দিন গুনি সবে আসবে কবে
সেই দিনটার অপেক্ষায়।

সপ্তমীতে চক্ষু দানে; অষ্টমীতে
অঞ্জলী আর অন্নভোগে,
নবমীর হোমে শান্ত মনে
দশমীতে বিদায়ী 'মা' বিরহ গানে।

আসবে আবার সেই আশায়
সূখ অশ্রু জলে ভেজায়,
সর্ব মঙ্গল কামনায়
'মা' তোমাকে প্রণাম জানাই।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...