Friday, July 30, 2021

সস্রাট শীল

প্রতিদ্বন্দ্বিতা
                  
সময়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা,
এইটাকি বড়ো নয়?
অন্যত্র কি প্রতিযোগিতার ঘুড়ি,
উড়াতেই হয়!
জীবন স্রোতে ছোঁয়া,
পেয়ে থাকি বারবার;
অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতার,
সময় নেই আমার।
সময়ের সাথে লড়াই করেই,
হচ্ছি ভীষণ ক্লান্ত।
নিজের সাথেই প্রতিদ্বন্দ্বিতা,
এটাই চরম সত্য।।




No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...