প্রতিদ্বন্দ্বিতা
সময়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা,
এইটাকি বড়ো নয়?
অন্যত্র কি প্রতিযোগিতার ঘুড়ি,
উড়াতেই হয়!
জীবন স্রোতে ছোঁয়া,
পেয়ে থাকি বারবার;
অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতার,
সময় নেই আমার।
সময়ের সাথে লড়াই করেই,
হচ্ছি ভীষণ ক্লান্ত।
নিজের সাথেই প্রতিদ্বন্দ্বিতা,
এটাই চরম সত্য।।
No comments:
Post a Comment