Friday, July 30, 2021

পূজা মজুমদার

জমে থাকা ব্যথা

একটি কালো রাত,
একটি চিকন ব্যথা,
একটি বালিশ ভেজা কান্না,
অঘুমে জেগে থাকা।

তোমায় প্রতিফলনে মনে করা।

একটি আর্তনাদ,

একটি জমে থাকা ব্যথা।

একটি শহর চোখের জলে টইটম্বুর হওয়া,
তোমার শহরে আমার 
চোখের জলের বন্যা আসা।

একটি জমে থাকা ব্যথা।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...