Friday, July 30, 2021

পূজা মজুমদার

জমে থাকা ব্যথা

একটি কালো রাত,
একটি চিকন ব্যথা,
একটি বালিশ ভেজা কান্না,
অঘুমে জেগে থাকা।

তোমায় প্রতিফলনে মনে করা।

একটি আর্তনাদ,

একটি জমে থাকা ব্যথা।

একটি শহর চোখের জলে টইটম্বুর হওয়া,
তোমার শহরে আমার 
চোখের জলের বন্যা আসা।

একটি জমে থাকা ব্যথা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...