কী পড়ব কেন পড়ব!
মাছির মাথার চতুর্দিকে চোখ বসানো তাই সে একই সময়ে তার চারদিকের পৃথিবীকে দেখতে পায়,মানুষের মাত্র দুটি চোখ তাও আবার সামনে বসানো।তাই মানুষ শুধু সামনের দিকটাই দেখতে পায়। তাই" আনাতোল ফ্রাঁস দুঃখ পেয়ে নিজেকে সান্ত্বনা দিয়ে বলেছেন- " আমার মনের চোখ তো মাত্র একটি বা দুটি নয়,মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে"। তাহলে চোখ বাড়াবার পন্থাটা কী? অবশ্যই উত্তর হবে বই পড়ে।
" বারট্রান্ড রাসেল" বলেছেন- " সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে,মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া"। কিন্তু প্রশ্ন, এই অপরূপ ভুবন সৃষ্টি করি কী প্রকারে?
তাই ওমর খৈয়াম বলেছেন-
Here with a loap of bread
beneath the bough
A Flash of wine,a book of
verse and thou
Beside me singing is the wilderness
and wilderness is paradise enow
" রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয়।"
খৈয়াম ছিলেন মুসলমান।মুসলমানের প্রথম বই কোরানের সর্ব প্রথম যে বাণী তাতে আছে" অল্লাম বিল কলমি"। অর্থাৎ আল্লা মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে, আর কলমের আশ্রয় তো বই। বাইবেল শব্দের অর্থ বই।আরো অনেক শ্রেষ্ঠ মানুষ বইয়ের উপযোগিতা সম্পর্কে নানা কথা বলেছেন। যেমন রবীন্দ্রনাথ বলেছেন-
" বিদ্যুৎকে মানুষ লোহার তারে বাঁধিয়াছে কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারিবে।কে জানিত সংগীতকে, হৃদয়ের আশাকে,জাগ্রত আত্মার আনন্দধ্বনিকে,আকাশের দৈববাণীকে সে কাগজে মুড়িয়া রাখিবে।কে জানিত মানুষ অতীতকে বর্তমানে বন্দী করিবে। অতল স্পর্শ কাল সমুদ্রের উপর একখানি " বই" দিয়া সাঁকো বাঁধিবে"।
টলষ্টয় বলেছেন" জীবনে মাত্র তিনটে জিনিষের প্রয়োজন বই, বই এবং বই"।
গোর্কি বলেছেন- " আমার মধ্যে উত্তম বলে যদি কিছু থাকে তার জন্য আমি বইয়ের কাছে ঋণী"।
লেনিনের সেই বিখ্যাত উক্তি " বই ধরো ওটা হাতিয়ার "।
এ প্রবন্ধে বই বলতে মূলত সাহিত্য বিষয়ক বইয়ের উপর আলোচনা সীমাবদ্ধ থাকবে।অন্যান্য বইয়ের মাধ্যমে আমরা নানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করি যেমন ভূগোল বই আমাদের ভৌগোলিক জ্ঞান দেয়। কিন্তু মানুষ হওয়ার শিক্ষা আমরা পাই একমাত্র সাহিত্য পাঠ করে।
এই যে এতগুলি উদাহরণ ব্যবহার করলাম, কেউ কী এইসব উদাহরণ পড়ে বই পড়েন।তা তো নয়।তাহলে বই পড়া শুরু হয় কিভাবে বা শুরু করানো যায় কিভাবে? কোন বয়সে কী ধরনের বই পড়া উচিত, কে ঠিক করে দেবে? এই প্রশ্নগুলির উত্তর খোঁজা যাক।
No comments:
Post a Comment