Friday, July 30, 2021

সুপর্ণা কর

আমার একলা আকাশ

আমার একলা আকাশ আজ যেন সঙ্গীহীন,
তাইতো সে আজ বড়ই বেরঙিন।

ঐ আকাশে এখন আর রামধনু দেখা যায় না।
মেঘেরাও যেন আজ করেনা কোনো বায়না।।

আমার একলা আকাশে এখন জমে না কোনো মেঘ।
তাইতো আজ থমকে গিয়েছে ঝড়ের গতিবেগ।।

আমার একলা আকাশ ক্লান্ত ভীষণ প্রেমের মায়াজালে,
তাই সে আজ বাঁধা পড়েছে সময়ের বেড়াজালে।

আমার একলা আকাশের আজ রক্তবর্ণ আঁখি।
কারণ, সেখানে আর উড়ে না যে কোনো পাখি।।

আমার একলা আকাশের আজ বড্ডো অসুখ,
ফেকাশে হয়ে গিয়েছে তার ঐ মায়াবী মুখ।

সকল মায়া ছিন্ন করে সে আজ খুব‌ই একা।
আর এটাই হয়তো তার ভাগ্যবিধাতার লেখা।।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...