Friday, July 30, 2021

মিঠৃন রায়

পুরানো কথামালা

স্বপ্নে তোমাকে নিয়ে ঘুরে বেড়ায় নদীর ধারে
তোমার বদনখানা দেখে দিলদরিয়ায় বৈঠা ছেড়ে দেই।
খেয়াল নেই আমার জীবন-মরণেরও
শুধু স্বপ্ন দেখি উড়ন্ত বলাকার ন‍্যায় আকাশে ভেসে বেড়ায় তোমার সাথে,
অস্থিশূণ‍্য পাঁজরেও শুকনো রক্তে লেখা আছ তুমি।
 তোমার ভেজা মুখ দেখে ভুলে যাই নাওয়ার কথা,
শুধু মনে পড়ে ট‍্যাক্সি চড়ে একদিন  ঘুরে বেড়ায় গোবরডাঙার পথে।
নতুন সম্পর্কের অবগাহনে সেজে উঠুক  পুরানো কথামালা।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...