কোভিড
ইঙ্গিত ছিলো অনেক
যাও সামলে সময় থাকতে,
রইবেনা কোন অস্তিত্ব
থাকবে সবাই কাঁপতে ৷
দুঃস্বপ্ন আজ সত্যি
ভুগছে সকল অনাহারে সঠিক,
বদলায় রঙ ক্ষনে ক্ষনে, যেন গিরগিটি
বিপন্ন করবে সব, মানুষ খেকো এই কোভিড ৷
আকার এখন মহামারি
ধুঁকছে পুরো বিশ্ব,
পাশানের মতো রয়েছে দাড়িয়ে
ডাক্তার, নার্স সমস্ত ৷
রক্ষার ভারটা বেশি বটে
তবে ছাড়তে নারাজ হাল,
জোর থাকবে শুধু মনে
আর সময়টা দেখবে না হয় কপাল ৷
No comments:
Post a Comment