Friday, July 30, 2021

পান্থ দাস

কোভিড
     
ইঙ্গিত ছিলো অনেক
যাও সামলে সময় থাকতে,
রইবেনা কোন অস্তিত্ব
থাকবে সবাই কাঁপতে ৷

দুঃস্বপ্ন আজ সত্যি
ভুগছে সকল অনাহারে সঠিক,
বদলায় রঙ ক্ষনে ক্ষনে, যেন গিরগিটি
বিপন্ন করবে সব, মানুষ খেকো এই কোভিড ৷

আকার এখন মহামারি
ধুঁকছে পুরো বিশ্ব,
পাশানের মতো রয়েছে দাড়িয়ে
ডাক্তার, নার্স সমস্ত ৷

রক্ষার ভারটা বেশি বটে
তবে ছাড়তে নারাজ হাল,
জোর থাকবে শুধু মনে
আর সময়টা দেখবে না হয় কপাল ৷

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...