Friday, July 30, 2021

পান্থ দাস

কোভিড
     
ইঙ্গিত ছিলো অনেক
যাও সামলে সময় থাকতে,
রইবেনা কোন অস্তিত্ব
থাকবে সবাই কাঁপতে ৷

দুঃস্বপ্ন আজ সত্যি
ভুগছে সকল অনাহারে সঠিক,
বদলায় রঙ ক্ষনে ক্ষনে, যেন গিরগিটি
বিপন্ন করবে সব, মানুষ খেকো এই কোভিড ৷

আকার এখন মহামারি
ধুঁকছে পুরো বিশ্ব,
পাশানের মতো রয়েছে দাড়িয়ে
ডাক্তার, নার্স সমস্ত ৷

রক্ষার ভারটা বেশি বটে
তবে ছাড়তে নারাজ হাল,
জোর থাকবে শুধু মনে
আর সময়টা দেখবে না হয় কপাল ৷

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...