অজ্ঞাত ভবিতব্য
এখন ওরা
শিকল পরা,
জন্মমাত্র পায় ।
ইচ্ছে করে
স্নেহ ভরে
পরায় বাপে মায় ।।১।।
মুক্তো ঝরা
মনোহরা
হাসী শিশুর মুখে ।
ছোটাছুটি
লুটোপুটি
করতো বিপুল সুখে ।।২।।
আকাশ পথে
মেঘের রথে
খেলতো বালক তথা ।
এখন সেইসব
সোনার শৈশব
কোন সেকেলের কথা ।।৩।।
বিকেল হতো
বালক যতো
খেলতো কত না !
সাঁঝের পরে
ফিরতো ঘরে
ডাকতো যখন মা ।।৪।।
ওমা ! এ কি
এখন দেখি
ভাবতে লাগে ডর ।
প্রতি গৃহ
শিশুর প্রিয়
মোবাইল মনিটর ।।৫।।
রাঙা ধূলো
স্বপ্ন গুলো
সদা শিশুর মনে ।
হায়! ক্যারিয়ার
নাই দেরি আর
যাবে নির্বাসনে ।।৬।।
গ্রুপে গ্রুপে
চুপে চুপে
মোবাইল দেখার ধুম ।
অধিক রাতে
আঁখির পাতে
আসেনা আর ঘুম ।।৭।।
বর্ষা শরৎ
আসে ফেরৎ
ঋতুর যোগ বিয়োগ ।
জীবন ভোরে
নেশার ঘোরে
ব্যার্থ উপভোগ ।।৮।।
অলির বেনু
পুষ্পরেণু
শূন্য সকল মেলা ।
অবশেষে
হারিয়ে গেছে
শিশুর সকাল বেলা ।।
এমনি করে
ঘরে ঘরে
তাড়া করে সবে ।
আমরা সভ্য ?
ভবিতব্য
জানিনা কি হবে !!৯।।
No comments:
Post a Comment