Friday, July 30, 2021

শতাব্দী দেবনাথ

আপনময়তা 

নারী তুমি বলোতো তোমার 
কোনটা আসল ঘর? 
ছোট্টবেলায় বাবার বাঁধন নাকি যৌবনেতে স্বামীর ঘর !
নারী তোমার কে বা আপন
আর কে গো তোমার পর?
শিশু বেলা কাটলো তোমার 
মায়ের আঁচল,বাবার স্নেহের ছায়ায়, 
মাস ফুরিয়ে বছর ঘুরে 
বেড়ে উঠলে তাঁদের মায়ায়। 
যৌবনেতে ছাড়লে তুমি-
নিজ বাপ ও মায়ের ঘর, 
পর কে আপন করতে গিয়ে
তুমি নিজেই হলে পর। 
সাঙ্গ যখন জীবন তোমার 
পড়ল ভাটার দড়ির টান, 
ভুললো তোমায়  আপনজনা, 
 করলো তারাই অপমান।। 
শেষ পালাটা বৃদ্ধাশ্রমটাই 
 যে স্থান হবে তোমার, 
কার, জন্য করলে তুমি, ফেললে অশ্রুধার? 
তবুও কি বুঝলে না নারী 
কে ই বা আপন আর কে ই বা পর তোমার??

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...