পাখি তুই কোথায় যাবি,
বল কার সঙ্গ দিবি?
তুই পাখি বড়ই বেইমান,
আমার চালাঘরে এখনো লেখা তোর নাম।
আহা কত আহ্লাদ কত সুখ
ভালোবাসার প্রতি কনায় নাই দেখি তোর মুখ।
ভালো সেজে বাসায় ঘুরে ভালোবাসা,
এত সুখ কেন এই ভালবাসায়!
প্রেমের দিন আজ গত হল
বর্তমান আজ অতীত হলো।
তোর পাশেতে সেদিন ও ছিলাম আমি
আজ কার মন টা তোর কাছে এত দামি?
আমাতে আজও তোকে দেখতে পাবি
তোর মন শহরে কি পাব আমার ছবি?
No comments:
Post a Comment