Friday, July 30, 2021

সম্পাদকীয় কলাম

এ যাবৎ এ পথে হেঁটে গেছে যারা, তাঁদের শুভেচ্ছা। এ পথ বড় দুর্গম। আমাদের যাত্রাপথ ক্রমশঃ দুর্গম হয়ে যাচ্ছে আরও। 

সময়ে অসময়ে যাদের নির্দেশনা মনে পড়ে, তাঁদের প্রণাম। নির্দেশনা পথ ঠিক করে দেয়। ভেতর ভেতর মনে হয় বন্ধুর পথ। দিনশেষে আমরা পা কাটতে কাটতে হাঁটি।

আমাদের না হেঁটে উপায় নেই। যা যেয়ে উপায় নেই। আমরা অসহায়ের মতো হাঁটছি। হেঁটে যাচ্ছি গন্তব্যের দিকে। সব আয়োজন ফুরিয়ে এলে নতুন সম্পাদকীয় হবে ভাবনার, জীবনের, দেশের।

জুলাই সংখ্যাটি এমনই। যারা লিখলেন তাঁদের কৃতজ্ঞতা। দোষত্রুটি সম্পাদকের। ক্ষমাসুন্দর মনোভাবের পাঠকদের কুর্ণিশ।

জয় হিন্দ

শুভেচ্ছা ও শ্রদ্ধা সহ
জয় দেবনাথ
সম্পাদক
মনন স্রোত

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...