Friday, July 30, 2021

কৃষাণ নমঃ

স্বার্থপরতা

মন থেকে হেরে তুই যখন ভেঙ্গে পরেছিলিস
তখন নিজের মনকে শেষ করে দিতে চাইলি, 
তখন তোকে বন্ধুত্বের মাঝে আগলে রেখেছিলাম ।
এখন যখন আমার মৃত্যুতে তোর 
জীবনের সব বাঁধার পথ খুলে যাবে? 
যখন তোর দুঃখের সময় কেউ তোর পাশে ছিল না।
তখন তুই আমার বুকে মাথা রেখে কাঁদতিস 
আর এখন আমি তোকে ছেড়ে চলে গেলে! 
এই পৃথিবী ছেড়ে তোর অসহায় আকাশটা শান্ত হবে! 
তাহলেই বেশ চলে যাচ্ছি তোর আকাশটা ছেড়ে। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...