মন থেকে হেরে তুই যখন ভেঙ্গে পরেছিলিস
তখন নিজের মনকে শেষ করে দিতে চাইলি,
তখন তোকে বন্ধুত্বের মাঝে আগলে রেখেছিলাম ।
এখন যখন আমার মৃত্যুতে তোর
জীবনের সব বাঁধার পথ খুলে যাবে?
যখন তোর দুঃখের সময় কেউ তোর পাশে ছিল না।
তখন তুই আমার বুকে মাথা রেখে কাঁদতিস
আর এখন আমি তোকে ছেড়ে চলে গেলে!
এই পৃথিবী ছেড়ে তোর অসহায় আকাশটা শান্ত হবে!
তাহলেই বেশ চলে যাচ্ছি তোর আকাশটা ছেড়ে।
No comments:
Post a Comment