স্বপ্নের রাজ্য
এক দিন সব ছেড়ে ,
চলে যাব বহু দূরে ।
সেখানে থাকবে শুধু ,
শান্তি আর শান্তি ।
হয়ত দুঃখ কষ্ট গুলি থাকবে ,
অনেক অনেক, অনেক দূরে।
আপন পর বলে,
থাকবেনা কো কেহ।
যে তোমাকে হিংসা ঘৃণা ,
আর করতে চাইবে হেয়।
থাকবেনা কোন মান অভিমান ,
দিবে না কেহ আড়ি।
সকলেই দিবে সমভাবে ,
সেই সপ্নের রাজ্যে পাড়ি।।
যার জন্য তুমি কাঁদতে,
বসে একা একা।
তোমার মনে হবেনা তখন,
একটু টান আর,
এক ফলক তাকে দেখা।।
না খেয়ে না শুয়ে ,
করেছ হাড় ভাঙ্গা শ্রম।
জমানো ধন সম্পদ যায়নি সাথে ,
অচিরেই ভাঙ্গল যে ভ্রম।।
কাউকে মেরে কাউকে ধরে ,
কারো কারো মনে দিয়েছ কষ্ট।
মানবিকতা কে ভূলে গিয়ে ,
অধর্মের টানে হয়েছিলে পথভ্রষ্ট।।
সব কিছু ছেড়ে আজ ,
দিয়েছ সপ্নের রাজ্যে পারি।
পেছনে রয়েছে ধন সম্পদ, আপন পর ভালো খারাপ,
আর সুখ দুঃখ সারি সারি।।
No comments:
Post a Comment