Friday, July 30, 2021

আলমগীর কবীর

গোপনীয় ইতিহাস

কোথায় সে গোপন ইতিহাস?
 যারা অস্ত্র হাতে কলম ধরলো জেলে করে বসবাস!

কোথায় সে গোপন ইতিহাস? 
যাদের জীবনের বিনিময়ে পেয়েছি এই খোলা আকাশ!

কোথায় সে গোপন ইতিহাস? 
জালিয়ান ওয়ালাবাগ হত্যাকান্ডে প্রায় একহাজার জীবনের প্রাণনাশ!

কোথায় সে গোপন ইতিহাস? 
স্বাধীনতা আন্দোলনের বিভিশিখা সেই নেতাজী সুভাষ! 

কোথায় সে গোপন ইতিহাস? 
সাংবাদিক গৌরী লঙ্কেশ যিনি করিতেন সাপ্তাহিক পত্রিকা প্রকাশ!

আমি যুদ্ধের ময়দান থেকে ফেলছি শ্বাস 
পারো যদি বাহির করে দাও এদের ইতিহাস!!! 

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...