লড়াই
চেয়েছিলাম আমি পড়ে থাকা ঐ
পোড়া রুটি খানির অর্ধেক,
আহার করিয়া ক্ষুধা নিবারণে
করে নিতে পারি ভরপেট ।
কুড়িয়ে নিতে গিয়েছি তখন
দিয়েছি রুটিতে হাত,
অমনি একদল কুকুর আসিয়া
বসিয়ে দিয়েছে দাঁত।
কুকুর টানছে একদিকে রুটি
আমি ধরেছি মুঠো ভরে,
ক্ষত বিক্ষত করে দেয় কুকুর
আমায় ঝাপটে ধরে।
ব্যথা যন্ত্রণায় চিৎকার করি
দূর থেকে হাসে মালিক,
বুঝতে পেরে চুপ হয়ে যাই
রক্ত বেরোয় খানিক।
ভুখা পেট নিয়ে কুকুরে মানুষে
দ্বন্দ্বটা বাধে যত,
রুটির টুকরো ছুঁড়ে দিয়ে মালিক
আনন্দটা পায় তত।
লড়াইটা মোদের বাচাঁর জন্য
হিংসার জন্য নয়,
কুকুরে মানুষে লড়াই এখন
নিত্য নৈমিত্তিকই হয় ।
No comments:
Post a Comment