Friday, July 30, 2021

অভীককুমার দে

ভোগ বাদ

জাতির জন্য লড়তে পারি
জাতের লড়াই বন্ধ হোক,
পেটের ভেতর ভাঙা হাঁড়ি

মুখের কাছেই ধর্ম ভোগ !

দ্বেষ প্রেমের ঘন্টা গলায়
চড়ছে কারা সিং নেড়ে !
মরণ এখন ষোল কলায়

কৃষক পথে হাল ছেড়ে।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...