Friday, July 30, 2021

রূপালী মান্না

নারী রূপে যোদ্ধা

মেয়েটা, কোনো সাধারণ মেয়ে না
মেয়েটা, নারী রূপে যোদ্ধা ।
একদিকে, সংসারী রমণী
অন্যদিকে, হাসপাতালে ডিউটিরত সেবিকা ।।

দায়িত্ব, কর্তব্য ও কোমল সেবায়
রোগীর মুখে ফোটায় হাসি ।
ক্লান্তির প্রসঙ্গে জিজ্ঞাসিলে, বলে-
সঙ্গে আছে আর্তদের আশীষ।।

বছর তিনেকের বাচ্চাটি তার ম্যাচুওর গিন্নি
সে যেন সব বোঝে,তার মায়ের জার্নি ।
সহকর্মীদেরও প্রিয় সে, একটু অভিমানী
মাটিতে পা রেখে সে আকাশ ছোঁবে জানি।।

হাসিখুশি, স্পষ্টবাদী, চঞ্চলা শুভশ্রী
সমাজ পরিবারে হয়ে উঠেছে আদর্শ নারী।
স্বামী তার কাছের বন্ধু, পরিবার তার আশা
এইভাবে এগিয়ে চলো নিয়ে সকলের ভালোবাসা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...