Friday, July 30, 2021

দেবাশিস চৌধুরী

বেদুরা কবিতা


(এক)
ঘুম থেকে উঠে দেখি ঘরে চলে এসেছে আলোর সাম্রাজ্য। সারা রাত ঘুমোতে দেয়নি আঁধার! আলো আঁধারের এই কুরুক্ষেত্রে আমি বলির পাঁঠা! 

(দুই)
সমবেত জয়ধ্বনি দিয়ে অনুষ্ঠান শুরু হয় -- শ্রীমান ধর্ষক বক্তৃতার শুরুতেই বলে উঠে আমার মা ও বোনেরা! মুহুর্মুহু করতালিতে মুগ্ধ নগরীর নটিখানা! 

(তিন)
তুমি ভালোবেসেছো বলে আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম! জেগে দেখি কেউ নাই -- দেওয়ালে লেখা -- কুকুর হতে সাবধান!  

(চার)
একটি আধুনিক কবিতা ও একটি গ্লোবাইজাইড যুবতী ! উভয়ের নূন্যতম যোগ্যতার শর্তকে ইংরেজিতে বলে 'গ্লো'।

(পাঁচ)
মৌমির পায়ের চামড়া দেখে মনে মনে ভাবছি, ও বুঝি মুখে ক্রিম মাখে না! এই ভাবনাগুলোর  সমবেত নাম 'বেদুরা কবিতা'।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...