Friday, July 30, 2021

দুলাল চক্রবর্ত্তী

আমার আমি


জীবনটা গতিশীল
তড় তড় করে এগিয়ে চলছে
বিরাম বিহীন।
কোন এক সময়ে কারো করুণা
হয়তো প্রয়োজন ছিলো।
জানতে দিইনি কাউকে
কৃপার পাত্র হয়ে বাঁচতে চাইনি।
প্রতিকূলতার মাঝেও
মাথা তুলে দাঁড়িয়েছি।

প্রতিষ্ঠা!
জীবনে কে না চায়?
ছোট্ট বাবুই পাখিগুলি
বাসা তৈরী করে দিনে দিনে
নিজের বাসায় থাকবে বলে।
ময়ূর পেখম মেলে
বরষার জলধারা পেলে।
শিউলী ফুলগুলি ফুটতে থাকে
নিজের সুগন্ধ বিলাতে
শরতের আগমনে।

আমিও জেগে রবো
তোমার অপেক্ষায়
ধরা দেবে বলে আমার সুদিনে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...