আমার আমি
জীবনটা গতিশীল
তড় তড় করে এগিয়ে চলছে
বিরাম বিহীন।
কোন এক সময়ে কারো করুণা
হয়তো প্রয়োজন ছিলো।
জানতে দিইনি কাউকে
কৃপার পাত্র হয়ে বাঁচতে চাইনি।
প্রতিকূলতার মাঝেও
মাথা তুলে দাঁড়িয়েছি।
প্রতিষ্ঠা!
জীবনে কে না চায়?
ছোট্ট বাবুই পাখিগুলি
বাসা তৈরী করে দিনে দিনে
নিজের বাসায় থাকবে বলে।
ময়ূর পেখম মেলে
বরষার জলধারা পেলে।
শিউলী ফুলগুলি ফুটতে থাকে
নিজের সুগন্ধ বিলাতে
শরতের আগমনে।
আমিও জেগে রবো
তোমার অপেক্ষায়
ধরা দেবে বলে আমার সুদিনে।
No comments:
Post a Comment