Friday, July 30, 2021

সুধীর দাস

হঠাৎ দেখতে পেলাম


সেদিন হঠাৎ পেলাম দেখতে
আরে কোনো প্রেয়সী কিংবা মায়াবিনীকে নয় ;
রাস্তার ধারে ঘুরপাক করা নিরীহ বাচ্ছা।
পিঠে একটা প্লাস্টিকের বস্তা ,
কিন্তু তার চোখে যেন অজস্র স্বপ্ন ডানা বাধে।
ছেঁড়া প্যান্ট, ময়লাযুক্ত ছেড়া শার্ট ,
তবুও সে নির্দ্বিধায় করে বাবুয়ানার চালচলন।
লেখাপড়া ফাস্টক্লাস, চলাফেরা স্বপ্নেতে হাইক্লাশ।
নির্দিধায় সে ভালো ছাত্র,
ভাগ্যের পরিহাস তাকে আজ করলো উপহাসের পাত্র।
তবুও নেই তার লজ্জা , নেই কোনো ভয় ,
নিজের উপার্জনে করে ভোজন, রাস্তায় ঘুমায় করে রাত্রিদিন ঝড়-তুফান সয়।
ধরনীই মাতৃতুল্য, এই মাটি তার রাজার পালঙ্ক।
চোখের জল বর্ষিত হয় না।
হয় না কোনো আপশোস।
এ সমাজ বড়ই নিষ্ঠুর ।
রাস্তার কুকুর তার বন্ধু, রাতের তারারা তার সঙ্গী।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...