Wednesday, August 14, 2019

সংগীতা শীল

 বীর সন্তান


কত শত লাশের গন্ধ

আর মৃত্যুর নগ্নচিত্র, 

ধর্ষিতার করুণ চিৎকার

প্রতিবাদের বিভৎস শরীর

ক্রুশবিদ্ধ নয়তো বা এসিডে আক্রান্ত।

বৃদ্ধা মায়ের আর্ত হাহাকার;

পিতার অশ্রুহীন চোখে বিষাদের সুর বয়ে যায়

তুমুল ক্ষোভের দাবানলের  মতো ভাইয়ের অন্তর।

কৃষ্ণচূড়া  পলাশের দিনে রক্তক্ষয়ী সংঘর্ষে পিছপা হয় না তারা

বোনেদের জন্য আত্মবলিদান দিতেও রাজি।।

সন্ত্রাসীদের পরাজয় করে

কালো মেঘে বৃষ্টিভেজা রাতে

কফিনে বন্ধী হয়ে,

বছর পড়ে ফিরে ঘরে

শান্তির নিদ্রা যায়।

রাখি হাতে বোন অপেক্ষায় থাকে

কবে আসবে ভাই বিজয়ী হয়ে!


হে বীর!

মৃত্যুকে হার মানিয়ে 

সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ো  

লক্ষ্যে এগিয়ে যাও জয়ের প্রতাকা নিয়ে।।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...