Wednesday, August 14, 2019

মোঃ রুবেল

৭৩-এ তুমি
       
স্বাধীনতা তুমি--
তেজস্বান রক্তের বিনিময়ে ভারতভূমির গৌরবান্বিত ফসলের নাম।
শত উত্তাল ও রক্তক্ষয়ী সংঘর্ষের পরিণাম।

স্বাধীনতা তুমি--
ভগৎ-ক্ষুদিরামের মতো ভারত সন্তানদের বলিদানের প্রকৃত মান।
নাড়ি ছেঁড়া ধন হারানো মায়ের শ্রেষ্ঠ সম্মান।।
   
স্বাধীনতা তুমি--
পিতৃহারা অবুঝ শিশুর কাতর আর্তনাদ।
পতিহীনার হৃদয় ভাঙ্গা অশুপাতের প্রতিদান।।

স্বাধীনতা তুমি--
নেতাজীর দূরদর্শিতায় প্রতিশ্রুতি বাণ।
গান্ধিজীর অহিংসা ও সত্যাগ্রহের শান।
  
স্বাধীনতা তুমি--
নজরুলের বিদ্রোহী কবিতায়।
রবীন্দ্রনাথের চিত্ত যেথা ভয় শূন্যতায়।।
  
স্বাধীনতা তুমি--
পীড়াকারীর নিমর্ম অত্যাচারের অবসান।
বিজয় তুলিতে গেরুয়া-সাদা-সবুজের টান।।
  
স্বাধীনতা তুমি--
নতুন ভোরের অরুণরাঙ্গা দীপ্ত।
কোটি প্রাণের স্বপ্ন-আশায় অধিষ্ঠিত।।
  
স্বাধীনতা তুমি--
অখণ্ড ভারতের একসুরের গান।
সবুজ শ্যামলে ঘেরা পাখির সুমধুর কলতান।।
 
স্বাধীনতা তুমি--
আগস্ট  থেকে নিরবধি অহংকার।
আজ তুমি ৭৩-এর স্বাধিকার।।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...