Wednesday, August 14, 2019

সজীব পাল

আমার সোনার ভূমি

এই আমার দেশ সোনার পূর্ণ ভূমি
গঙ্গা যমুনা আর গোদাবরী,
গোমতী ফেনি দিলে-গো তুমি
মুছে দিলে প্রাণের দুঃখ বৈরী।

দেশে ফিরে আসি আমি স্বপ্নের ভিরে
দেখি কত আঁচল জুড়ে 
কোটি সন্তান তুমি রেখেছো ঘিরে।
তাইতো তুমি পূর্ণ,পূর্ণ এই ভারত ভূমি।
আঁচলের টান ভাষার জ্ঞান জন্মভূমি ।

গানের সুরে কতশত শিল্পী 
রঙের তুলিতে শিশু কিবা প্রবীন,
গায় আঁকে তোমার রূপের গান ।
সা-রে-গা-মা-পা-দা-নি তোমারি দান।
হায়রে শক্তি আমার ভারতভূমি।

এই মাটিতে শুনি কবিগুরুর গান,
নেতাজি আর বীর ক্ষুধিরাম 
তাঁরা ছিল তোমারই সন্তান ।
তাদের জন্য ধন্য আমি পবিত্র এই ভূমি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...