Wednesday, August 14, 2019

উজ্বল ভট্টাচার্য

আমরা দুটি ভাই

আয়রে ভাই দু-ভাতে গলাগলি করি ;                আল্লা আর কৃষ্ণকে ডাকি মন-প্রাণ ভরি।    

তোদের যা আল্লা হয়তো আমাদের তা কৃষন;       

ভিন্ন নাম হলে কি হবে দুই আত্মাই যে একখান।    আমরা যেমন কীর্তন করি,তোরা হয়তো করিস আজান;             

মনে রাখবি সেই এক পরমাত্মাই এই পৃথিবীটাকে সাঁজান।   

ধর্মের সৃষ্টিকর্তা তারাই যারা করেছে এই দুই ভাইকে ভিন্ন;                

ধর্মের নামে লেলিয়ে দিয়েছে একে অপরকে করতে কাজ যঘন্ন।       

দুই ভাইকে ভাগের জন্য রয়েছে মধ্যে কাঁটার বেঁড়া ;ভাইয়ে-ভাইয়ে কেন এই দুঃসাহসিক লড়া?  

ধর্ম ওভাই আসল নয়রে,আসল মনুষ্যত্বের টান; 

সব সময়ই এটাই ভাববি আমরা একই মায়ের সন্তান।              

জাত-পাতের বেড়াজালের সৃষ্টিকর্তা তারাই পূর্বে ছিল যারা ভারতাধিপতি ;            

ভাইয়ে-ভাইয়ে সৃষ্টি করে দিয়ে গেছে দুর্ধশ্ববিমতি।             

ঐসব কূটনৈতিকদের কথা ছেড়ে আয় হই এক;  কিসের জাত যাবে ভাইরে পরস্পর ছুঁয়ে দেখ।      মধুর সম্পর্ক গড়ে তুলি আয় হয়ে একাকার;      

যার মধ্যে থাকবেনা কোনো অভিনয় কেনা মোটা-টাকার।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...