Wednesday, August 14, 2019

বিজন বোস

দূরত্বে থাকতে পারলেই বাঁচি

একাকী নির্জনে নয়
লতাপাতা পশুপাখি
থাকতে চাই সবার কাছাকাছি
শুধু শ্রেষ্ঠ জীব থেকে
দূরত্বে থাকতে পারলেই বাঁচি ।

হিংস্র হায়েনা সেও ভালো
রাস্তার নোংরা কুকুর
খোলা রাস্তায় সঙ্গম সারে
বন্ধু ভাবি তারে ।
মানুষ ? না না ,
তার থেকে থাকতে চাই অনেক দূরে ।
ভাবতে গিয়ে আঁতকে উঠি
শ্রেষ্ঠ জীব এত  হিংস্র কি করে হল !
নিজেকে নিজেই পোড়াই--
একেকজন অভাবী 
নিত্য করে পরদ্রব্য হরণ
সংঘ  আগ্নেয়াস্ত্র মতবাদ
লুটে নেয় বাঁচার মনোরম স্বাদ ,
মুখোশধারী একেকটি হিংস্র হায়েনা ।
প্রতিপদে চিনেছি---
দূরত্বে থাকতে পারলেই বাঁচি ।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...