Wednesday, August 14, 2019

অপাংশু দেবনাথ

এই তো জীবন

জীবন পূর্ণদৈর্ঘের সিনেমা হলে সকলেই কুশিলব তার।
প্রতিটা দিনের পর অদৃশ্য পরিচালক কাট্ নির্দেশ দেন,
আমরা পরবর্তী দৃশ্যের জন্য প্রস্তুত হতে থাকি ভেতরে ভেতরে।
জীবনের উপন্যাস শেষ হলে আমাদের অভিনীত সিনেমা সমাপ্ত হবে।

সেদিন হয়তো খুঁজবে আমাকে, উপন্যাসের প্রতিটি পৃষ্ঠা জুড়ে,
ওখানে মাথার উপর উড়ে যাবে মেঘ, শরীর জুড়ে বইবে নদী।
মাঝখানে অদৃশ্য অভিনেতা লিখে যাবে জীবনের অন্য কোন পাঠ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...