Wednesday, August 14, 2019

অপাংশু দেবনাথ

এই তো জীবন

জীবন পূর্ণদৈর্ঘের সিনেমা হলে সকলেই কুশিলব তার।
প্রতিটা দিনের পর অদৃশ্য পরিচালক কাট্ নির্দেশ দেন,
আমরা পরবর্তী দৃশ্যের জন্য প্রস্তুত হতে থাকি ভেতরে ভেতরে।
জীবনের উপন্যাস শেষ হলে আমাদের অভিনীত সিনেমা সমাপ্ত হবে।

সেদিন হয়তো খুঁজবে আমাকে, উপন্যাসের প্রতিটি পৃষ্ঠা জুড়ে,
ওখানে মাথার উপর উড়ে যাবে মেঘ, শরীর জুড়ে বইবে নদী।
মাঝখানে অদৃশ্য অভিনেতা লিখে যাবে জীবনের অন্য কোন পাঠ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...