Wednesday, August 14, 2019

প্রীতম শীল

আদরের দুলালী 
                     


চোখ আছে কিন্তু কিছু দেখাটা 
বোধহয় ভারী অন্যায়।
প্রতিবেশী বোনটি প্রকাশ্যে লাঞ্চিত, 
তাতে কার কি আসে যায়।
হাজারো চিৎকারে প্রত্যাহত করতে পারেনি,
অবুঝ সে বোনটি।
দৃঢ় প্রাণ কাঁদেনা আজ সম্মুখে, 
ভীষণ শক্ত হয়তো মনটি।
মুখরিত সমাজ আজ ভীষণ ব্যাস্ত,
চেতনা হারিয়ে নিজ কর্মে।
উচ্চ আকাঙ্খা হয়তো টানছে ওদের,
বাকি সব গেছে সংকীর্ণে।
যাকনা কোনো বাবার আদরের দুলালী, 
তাতে কার কি আসে যায়। 
ব্যাকুলতায় কাটছে দিন মানুষের, 
বাসনা শুধু বড় হওয়ার উপায়। 
হয়তো বড় হওয়ার বিলাসিতায়,
মানবতা চাপা পড়বে ইতিহাসে। 
হয়তো সেদিন প্রকাশ্যে লাঞ্চিত হবে,
আমার আপনার ঘরের দুলালী।
কতো আদরের দুলালী চলে যাবে,
করে বাবার বুক খালি। 
আর আজ যার দুলালী হারিয়েছে,
এ নিষ্ঠুর  সমাজ থেকে।
সেদিন সে বাবাও দুঃখ চাপা দেবে,
জোরে জোরে হেসে।


No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...