নামতা দেখা যাক
স্বাধীনের পোড়া শহর
ঘর নড়বড়ে;
বিপক্ষে বিপক্ষীয় ভালো হাসাবেন,
হাতছানি দিয়ে
গলিউডের নেতা এখন
শহরে শহরে!
তারা গুলো ভাড়া করে
জ্যামিতিক গুন্ডামী ;
ভালো সাজে সজ্জিত
বন্যও লজ্জিত
এই দেখ চেয়ে
দাঁড়কাকের ভন্ডামী!
দাঁড়কাকের চোখ লাল
বুঝলাম,ভীষণ ভেজাল!
তবে নামতা দেখা যাক...…
এক একে এক
স্বাধীনতার পোড়া আবেগ,
দুই একে দুই
দাঁড়কাকের গায়ে জুঁই,
তিন একে তিন
কাকবাবুর বাজলো বীণ,
চার একে চার
বাড়ল শেষে অনাচার
পাঁচ একে পাঁচ
অবশেষে পড়ল বাজ!
পাঁচজনে যা পেল আঁচ,
ছয় একে ছয়
দাঁড়কাকের মনে ভয়,
সাত একে সাত
সড়ে গেলেই সহি বাত,
আট একে আট
পুনরুদ্ধারে স্বাধীন কার্ড,
নয় একে নয়
আসবে সুদিন দূরে নয়,
দশ একে দশ
রক্ষা কর স্বাধীন যশ ।
No comments:
Post a Comment