অনলাইন ম্যাগাজিনে সবচাইতে বড় সমস্যা হলো যান্ত্রিক গোলযোগ। অতিসম্প্রতি আমরা সেই সমস্যায়ই পড়েছি। এই ডট কমের যুগে কথা দিয়ে কথা না রাখতে পারাটাই বোধহয় স্বাভাবিক হয়ে যাচ্ছে। আমরা ভাবতে পারিনি আজ এই সংখ্যা প্রকাশ করতে পারবো। ১৪ ই আগষ্ট থেকে আমাদের কর্মীরা রাত জাগা পাখীর মতো বসে আছে ইন্টারনেটের গতি বাড়বে সেই আশায়। যাইহোক সবশেষে আমরা প্রকাশ করতে পেরেছি, সেটাই স্বস্তির।
এই সংখ্যায় আপনি পাবেন সময়োপযোগী প্রবন্ধ এবং কবিতা। আমরা খুব কম সংখ্যক লেখা দিয়ে এমনভাবে সাজানোর চেষ্টা করেছি। ভুলত্রুটি সব সম্পাদকেরই প্রাপ্য।
আজ প্রিয় দেশের ৭৩তম স্বাধীনতা দিবস। এই মহান দিনে হাজারো প্রতিকুলতার মধ্য দিয়ে মনন স্রোত প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। যাঁরা এই সংখ্যায় লিখে সমৃদ্ধ করেছেন সবাইকে কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন। মনন স্রোত তার সামাজিক দায়িত্ব পালনে সহযোগীতা করুন।
জয় হিন্দ
শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
ভারপ্রাপ্ত সম্পাদক
মনন স্রোত
No comments:
Post a Comment