Wednesday, August 14, 2019

অমিত রুদ্র পাল

স্বাধীন

স্বাধীন বলতেই যেন
উঠে জ্বলে প্রাণ ।
রক্তাক্ত কষা কঙ্কাল
উথলে গর্জে বলে..?
পুঁতেছিলাম বিপ্লব গর্ভ-স্থলে
তারই শব্দকোষ ফলে ।
 
স্বাধীন বলতেই যেন
উঠে জ্বলে প্রাণ ।
রবিশশী আলোর প্রান্তে
পাখিরা বুনে গান ।
বনানী, নীল উল্লসিত মুখ
উৎকণ্ঠা ধুয়ে মুছে বলে ..?          
এইতো -নবীন সুখ  ।
বৃষ্টির আলতো নগ্ন রঙ
কচি পাতার স্তন চুইয়ে
মরীচিকা মাটির ঠোঁটে  
চুমু খেয়ে উঁকিয়ে বলে..?
এইতো,এইতো -আমরা স্বাধীন ।

স্বাধীন বলতেই যেন
উঠে জ্বলে প্রাণ ।
সদ্য মোমের শিখা
জীর্ণ  নিশিতে গলে বলে .?
বন্ধুত্বের ডানা খুলে
ভালোবেসে চলবো দলে ।
  
স্বাধীন বলতেই যেন
উঠে জ্বলে প্রাণ ।
ভারত আমাদের মান
সগর্বে করি সম্মান ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...