স্বাধীন
স্বাধীন বলতেই যেন
উঠে জ্বলে প্রাণ ।
রক্তাক্ত কষা কঙ্কাল
উথলে গর্জে বলে..?
পুঁতেছিলাম বিপ্লব গর্ভ-স্থলে
তারই শব্দকোষ ফলে ।
স্বাধীন বলতেই যেন
উঠে জ্বলে প্রাণ ।
রবিশশী আলোর প্রান্তে
পাখিরা বুনে গান ।
বনানী, নীল উল্লসিত মুখ
উৎকণ্ঠা ধুয়ে মুছে বলে ..?
এইতো -নবীন সুখ ।
বৃষ্টির আলতো নগ্ন রঙ
কচি পাতার স্তন চুইয়ে
মরীচিকা মাটির ঠোঁটে
চুমু খেয়ে উঁকিয়ে বলে..?
এইতো,এইতো -আমরা স্বাধীন ।
স্বাধীন বলতেই যেন
উঠে জ্বলে প্রাণ ।
সদ্য মোমের শিখা
জীর্ণ নিশিতে গলে বলে .?
বন্ধুত্বের ডানা খুলে
ভালোবেসে চলবো দলে ।
স্বাধীন বলতেই যেন
উঠে জ্বলে প্রাণ ।
ভারত আমাদের মান
সগর্বে করি সম্মান ।
No comments:
Post a Comment