Wednesday, August 14, 2019

অমিত রুদ্র পাল

স্বাধীন

স্বাধীন বলতেই যেন
উঠে জ্বলে প্রাণ ।
রক্তাক্ত কষা কঙ্কাল
উথলে গর্জে বলে..?
পুঁতেছিলাম বিপ্লব গর্ভ-স্থলে
তারই শব্দকোষ ফলে ।
 
স্বাধীন বলতেই যেন
উঠে জ্বলে প্রাণ ।
রবিশশী আলোর প্রান্তে
পাখিরা বুনে গান ।
বনানী, নীল উল্লসিত মুখ
উৎকণ্ঠা ধুয়ে মুছে বলে ..?          
এইতো -নবীন সুখ  ।
বৃষ্টির আলতো নগ্ন রঙ
কচি পাতার স্তন চুইয়ে
মরীচিকা মাটির ঠোঁটে  
চুমু খেয়ে উঁকিয়ে বলে..?
এইতো,এইতো -আমরা স্বাধীন ।

স্বাধীন বলতেই যেন
উঠে জ্বলে প্রাণ ।
সদ্য মোমের শিখা
জীর্ণ  নিশিতে গলে বলে .?
বন্ধুত্বের ডানা খুলে
ভালোবেসে চলবো দলে ।
  
স্বাধীন বলতেই যেন
উঠে জ্বলে প্রাণ ।
ভারত আমাদের মান
সগর্বে করি সম্মান ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...